প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৬:০১ পি.এম
চিতলমারী ও মোল্লাহাটে ভারী বর্ষণ ও জোয়ারের পানির চাপে ভেসে গেছে চিংড়ি মাছের ঘের

শেখর ভক্ত, চিতলমারী( বাগেরহাট)প্রতিনিধি:
চিতলমারী ও মোল্লারহাটে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ভেসে গেছে বিল পাড়ের অধিকাংশ চিংড়িঘের। নষ্ট হয়েছে চাষীদের সবজি খেত ও বীজতলা । নিচু এলাকার অনেক বাড়িতে পানি উঠে গেছে।
সরোজমিনে দেখা যায, কলিগাতী গ্রামের জাফর মীর, পুরাতন কালশিরা লিটন খান, কালশিরা হিমাংশু মন্ডল, শ্রীরামপুরের সরদার মিঠু, পার ডুমুরিয়ার উত্তম বিশ্বাস,সহ মৎস্য চাষীরা জানান, গত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে। আমাদের ঘেরের পাড় পানির নিচে । নেট পাটা দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছি।তারপর ও তাড়া করছে বাগদা চিংড়িতে ভাইরাস। ব্যাংক, এনজি,ও সুদে ঋণ গ্রহণ করে মাছ চাষ করেছি। মাছ না পেলে আমাদের ঋণগ্রস্ত হয়ে থাকতে হবে।
মোল্লারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা , ও চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, কলিগাতী, রুইয়ের কুল, আরুলিয়া, খড়িয়া, সোনাখালী, বেনাবাড়ি ,খিলিগাতি নিচু পাড়ার অধিকাংশ ঘের পানির নিচে। মোল্লাহাটের গাওলা,কেন্দুয়া, কোদালিয়া, কেয়ারের রাস্তার পাশের নিচু এলাকার ঘের গুলো পানি ছুই ছুই করছে। চাষীরা নেট পাটা দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছে। আর দুই এক দিন এরকম বৃষ্টি হলে চিতলমারী ও মোল্লাহাটে মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হবে।
অপরদিকে চিতলমারি উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান,গতকালের হিসাব অনুযায়ী, ভারী বর্ষণে চিতলমারীতে ২৫ সেক্টর বীজতলা , ৩১ হেক্টর সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। এরকম পরিবেশ থাকলে সবজি ও রোপা আমনে ব্যাপক ক্ষতি হবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ