শেখর ভক্ত,চিতলমারী প্রতিনিধি।
সৌমিক বিশ্বাস, পিতা সুযষ বিশ্বাস, মাতা বুলু রানী বিশ্বাস, গ্রাম -শ্রীরামপুর সে ২০২৫ সালে অনুষ্ঠিত এস, এস,সি পরীক্ষায় থেকে চিতলমারীর ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ গোল্ডেন পেয়েছ। তার পিতা একজন গৃহ শিক্ষক,মাতা গৃহিনী। তার ভালো ফলাফলের জন্য সে তার বাবা মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের একান্ত প্রচেষ্টার কথা স্মরন করেন।তিনি বড় হয়ে ডাক্তার হতে চান।সে সবার কাছে আর্শীবাদ প্রার্থী।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ