মো: সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি:-
চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আদিখালী কাঠিপাড়া গ্রামে বিষপানে যুবদল কর্মী সোহাগ সরদারের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত সোহাগ সরদার (৩০) আদিখালী গ্রামের মো. আবেদ আলীর একমাত্র পুত্র। পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র ভাই। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সঙ্গে তার দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল বলে জানিয়েছে পরিবার।
গত ২৩ জুলাই (বুধবার) সোহাগ বিষপানে মৃত্যুবরণ করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সোহাগের শ্বশুরবাড়ি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দে পাড়া গ্রামে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজন সোহাগকে মানসিকভাবে নির্যাতন করে আসছিল।
মানববন্ধনে চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু তালুকদার, যুবদলের আহ্বায়ক জাকরিয়া মিলন, যুগ্ম আহ্বায়ক মিলনসহ বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—শিশু, কিশোর, যুবক, নারী ও বয়োজ্যেষ্ঠরা।
বক্তারা বলেন, “সোহাগের মৃত্যু কোনো আত্মহত্যা নয়, এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ