শেখর ভক্ত, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
অহেনজিতা অধিকারী প্রকাশ অধিকারী মাতা বর্ষা মিস্ত্রি গ্রাম করাতের দিয়া। সে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ গোল্ডেন পেয়েছে। তার পিতা একজন ব্যবসায়ী মাতা ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। তার সাফল্যের জন্য পিতা মাতা ও স্কুলের শিক্ষকদের একান্ত প্রচেষ্টার কথা স্মরণ করে।বড় হয়ে সে ডাক্তার হতে চায়। সে সকলের আশীর্বাদ প্রার্থী।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ