চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আসন্ন দুর্গা পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি'র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম, নৌ কন্টিজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার বদিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে ডা: আশরাফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল।
এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি (বিজেপি) এর প্রতিনিধিগণ সহ চরফ্যাশন ও দুলারহাট থানার ওসি এবং শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার ওসির প্রতিনিধি,উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট্রের আহবায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
সভায় পূজা উদযাপনে আইনশৃঙ্খলা প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষে করনীয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বক্তারা চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজারের যানজট সমাধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ