তাঁদের সুখের সংসারে নতুন অতিথি যে আসতে চলেছে, এমন খবর আগেই দিয়েছিলেন তিনি। অবশেষে এল সেই সুখবর। নেইমার-ব্রুনো বিয়ানকার্ডির কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে মেল। যার জন্ম হয়েছে শনিবার, সাও পাওলোর এক হাসপাতালে।
ব্রুনো একজন ইনফ্লুয়েন্সার। তাঁর গর্ভে নেইমারের প্রথম কন্যাসন্তান মাভি জন্ম নেয় ২০২৩ সালে। তবে, সে নেইমারের দ্বিতীয় সন্তান। মাভি হওয়ার পরেও এক্স হ্যান্ডেলে ব্রাজিলীয় পোস্টার বয় চারটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে সদ্যোজাত এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।
খুব স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন যুগল। ব্রুনোর পাশে থাকতে ক্লাব সান্তোসের কাছে আপাতত ছুটি নিয়েছেন নেইমার। অন্যদিকে, মেলের জন্মের খবর ইনস্টাগ্রামে দিয়েছেন ব্রুনো। লিখেছেন, ‘আমাদের মেল এসেছে। জীবন যেন আরও সুন্দর হয়ে উঠেছে। প্রিয় কন্যাকে স্বাগত! ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকুক তোমার জীবনে। সমস্ত খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর অপেক্ষায়।”
দর্পণ/এইচ এ
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ