ত্বকের সাধারণ সমস্যাগুলোর মধ্যে আঁচিল অন্যতম। মুখ, হাত, পিঠসহ শরীরের নানা স্থানে এটি হতে পারে। ক্ষতিকর না হলেও দেখতে অস্বস্তিকর এবং কিছু ক্ষেত্রে এটি ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বাড়াতে পারে। তাই যত্ন নেওয়া জরুরি।
ওষুধ বা চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া পদ্ধতিও আঁচিল দূর করতে সহায়ক হতে পারে—
অ্যাপল সিডার ভিনেগার:
ভিনেগারে তুলো ভিজিয়ে আঁচিলের ওপর সারা রাত লাগিয়ে রাখুন। টানা কয়েক দিন করলে উপকার পাওয়া যায়। এর প্রাকৃতিক অ্যাসিড ত্বকের ওপর আঁচিলের প্রভাব কমাতে সাহায্য করে।
রসুন:
রসুনে থাকা অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। রসুন থেঁতো করে সরাসরি আঁচিলে লাগালে ধীরে ধীরে সমস্যা কমতে পারে।
পেঁয়াজের রস:
পেঁয়াজের রসে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে, যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক। পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে তুলোর সাহায্যে আঁচিলে লাগান। নিয়মিত করলে উপকার মিলবে।
কাঁচা আলু:
তাজা কাঁচা আলু টুকরো করে কেটে আঁচিলে দিনে কয়েকবার ঘষুন। নিয়মিত ব্যবহারে আঁচিল হালকা হতে শুরু করবে।
অ্যালোভেরা:
অ্যালোভেরার জেল ত্বকের নানা সমস্যায় কার্যকর। আঁচিলের ওপর লাগিয়ে কিছুক্ষণ রাখলে ধীরে ধীরে তা কমে যেতে পারে।
সতর্কতা: ঘরোয়া উপায়গুলোতে ফল পেতে সময় লাগতে পারে এবং সব ধরনের ত্বকে একভাবে কাজ নাও করতে পারে। সমস্যা বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ