চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওয়েব ব্রাউজার আনছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ব্রাউজারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে।
এই ব্রাউজারে ওপেনএআইয়ের নিজস্ব এআই এজেন্ট সংযুক্ত থাকবে। এটি ব্যবহারকারীর হয়ে অনলাইনে ফরম পূরণ, টিকিট বা হোটেল বুকিংসহ বিভিন্ন কাজ করতে পারবে।
ওপেনএআইয়ের এই উদ্যোগকে একটি বড় ব্যবসায়িক কৌশল হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে প্রতি সপ্তাহে অন্তত ৫০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই ব্যবহারকারীদের একটি অংশও নতুন ব্রাউজারটি ব্যবহার করলে গুগলের বিজ্ঞাপনভিত্তিক আয়ে বড় প্রভাব পড়তে পারে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের তিন-চতুর্থাংশ আয় আসে বিজ্ঞাপন থেকে। গুগল ক্রোম ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে কার্যকরভাবে বিজ্ঞাপন দেখাতে সহায়তা করে। ওপেনএআইয়ের ব্রাউজার এই জায়গায় প্রতিযোগিতা তৈরি করতে পারে।
নতুন এই ব্রাউজারের ইন্টারফেস হবে চ্যাটজিপিটির মতো। ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন।
ওয়েব অ্যানালিটিক্স ফার্ম স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি মানুষ গুগল ক্রোম ব্যবহার করেন। দ্বিতীয় স্থানে থাকা সাফারির বাজার শেয়ার ১৬ শতাংশের মতো।
এরই মধ্যে পারপ্লেক্সিটি, ব্রেভ ও দ্য ব্রাউজার কোম্পানির মতো স্টার্টআপগুলো এআই ব্রাউজার বাজারে এনেছে।
২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটির মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন তোলে ওপেনএআই। এরপর গুগল, মেটা, চীনের ডিপসিকসহ অন্যান্য কোম্পানি দ্রুত নিজেদের এআই মডেল বাজারে আনে।
এখন ওয়েব ব্রাউজারের বাজারে সরাসরি প্রতিযোগিতায় নামছে ওপেনএআই।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ