সার্চ ইঞ্জিনকে আরও দ্রুত, স্মার্ট ও প্রাসঙ্গিক করতে নতুন ফিচার চালু করেছে গুগল। ‘ওয়েব গাইড’ নামের এই ফিচার ব্যবহারকারীদের সার্চ রেজাল্টকে আরও সহজে বোধগম্য এবং বিভাগভিত্তিক করে উপস্থাপন করে।
গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে ফিচারটি তৈরি করা হয়েছে। এটি মূলত একটি এআই চালিত সহকারী, যা আপনার সার্চ করা বিষয়ের ওপর ভিত্তি করে ফলাফলগুলোকে একটি ছোট সারাংশ, গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং থিমভিত্তিক ক্যাটাগরিতে ভাগ করে উপস্থাপন করে।
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি গুগলে "how to cook biriani" লিখে সার্চ করেন, প্রথমে দুইটি নির্ভরযোগ্য ওয়েবসাইট দেখানো হবে, এরপর এআই-নির্ভর একটি সংক্ষিপ্ত সারাংশ, এবং তারপর বিষয়ভিত্তিক বিভাগে সাজানো বাকি ফলাফল।
গুগলের ভাষ্য অনুযায়ী, যারা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দ্রুত জানতে চান বা সহজে প্রাসঙ্গিক তথ্য খুঁজতে চান—তাদের জন্য ফিচারটি বিশেষ উপযোগী। যদিও এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে, তবুও গুগল সার্চ ল্যাবস থেকে ইচ্ছুক ব্যবহারকারীরা এটি চালু করে ব্যবহার করতে পারবেন।
গুগল আরও জানিয়েছে, কেউ চাইলে এখনও আগের ‘লিস্ট ভিউ’ বা পুরোনো স্টাইলের সার্চ রেজাল্ট দেখতে পারবেন। তবে ভবিষ্যতে ‘ওয়েব গাইড’ ফিচারটি ‘All’ ট্যাবের অংশ হয়ে উঠতে পারে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ