প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৮:৪৭ এ.এম
খুলনা বিভাগে ৪২ লাখ শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় বিভাগীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৫৯ হাজার তিনশত ৭৮ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং টাইফয়েড টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবার ও প্রতিবেশীদের অবহিতকরণের ওপর গুরুত্বারোপন করেন। তিনি নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান।
সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলার ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটি পর্যায়ে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হবে। খুলনা বিভাগে এপর্যন্ত অনলাইনে ১১ লাখের মতো নিবন্ধন করা হয়েছে। শিক্ষা বহির্ভূত নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান শ্রেণির সকল শিক্ষার্থীকে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় ইপিআই এন্ড সার্ভিলেন্স এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন, ইউনিসেফ খুলনা চিফ মোঃ কাউসার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটর ডা. মোঃ আরিফুল ইসলাম।
অ্যাডভোকেসি সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও ইমামগণ অংশ গ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ