প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৯:৩৬ পি.এম
খুলনা জেলা পরিবেশ সংরক্ষন কমিটির বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন
সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
যেখানে কিছুক্ষন অপেক্ষা করলে মানুষ শান্তি পায় সেটা হলো বৃক্ষছায়া। পরিবেশ সুরক্ষা,অর্থনৈতিক মুল্যমান সহ নানাবিধ গুনাগুন রয়েছে বৃক্ষের। এ সুন্দর পৃথিবীকে বাচাঁতে অধিক হারে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। বৈশি^ক বৈরী আবহাওয়া থেকে রক্ষা পেতে বৃক্ষরোপন করতে হবে এবং তা হতে হবে পরিকল্পিত। আজ ২৩ আগস্ট ২০২৫ ইং সকাল ১১.০০ ঘটিকায় খুলনার নিরালা আবাসিক এলাকাস্থ নিরালা পার্কে শতাধিক বৃক্ষরোপন করেন খুলনা জেলা পরিবেশ সংরক্ষন কমিটি। উক্ত আয়োজনে অতিথিবৃন্দ একথা বলেন। নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন এর সচিব ও প্রধান নির্র্বাহী কর্মকর্তা (চঃদাঃ) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ হারুনর রশিদ, কুয়েট খুলনার অধ্যাপক ড.তুষার কান্তি রায়,সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, অধ্যাপক বি এল কলেজ ড.খ ম রেজাউল করিম,খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান,নিরালা জনকল্যান সমিতির সহ-সভাপতি স ম সাইফুল গনি তপন,যুগ্ম-সম্পাদক জি এম মইন উদ্দিন,সহ-সম্পাদক মোঃ মহসিন হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,দপ্তর সম্পাদক এ এম মামুনর রশিদ,প্রচার সম্পাদক শেখ হাবিবুল বাসার,ক্রীড়া সম্পাদক এস এম ফারুক উজ জামান, খুলনা জেলা পরিবেশ সংরক্ষন কমিটির সভাপতি জীবন রতন কর,সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ মাছুম বিল্লাহ,সদস্য সচিব এইচ এম এ ইসলাম, কার্যকরী সদস্য অনামিকা রাহা পপি,কামরুন নাহার, এ এস এম অহিদুল ইসলাম,বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খোকন,নিরালা জনকল্যান সমিতির অর্থ সচিব সেলিম রেজা,নিরালা পুলিশ ফাড়ির ইনচার্জ মামুনুর রশিদ,সিয়ামের সভাপতি মোঃ আকবর আলী,প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ