"খুলনা অফিস "
খুলনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকালে নগরীর সদর থানাধীন স্টেশন রোড সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় অভিযান চালিয়ে ৩২৫.৫ লিটার মদ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী লেঃ কমান্ডার এম রাশাদ মাহমুদ অংকন (ই), বিএন (পি নং-৩২৪৭) জানান ঘটনাস্থল থেকে দুইজন বিক্রেতাকে আটক করা হয়েছে।
তারা হলেন রূপসা দূর্জনী মহলের আব্দুর রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম(৩০) এবং খালিশপুর কাশিমপুর এলাকার মোক্তার মোল্যা (৪১)।
রাতে চোলাই মদসহ তাদেরকে খুলনা সদয় থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে উক্ত ঘটনার বিষয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা হয়েছে #
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ