প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৯:০৪ পি.এম
খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে অনিক (২১) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্ত। আজ বুধবার সন্ধ্যায় ওই যুবককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ অনিক নগরীর বড় বাজার কালীবাড়ি এলাকার মোঃ মন্টুর ছেলে।
ঘটনার পরপর ওই এলাকা পুলিশের উর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করে।
পুলিশ জানায়, আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে ওই যুবককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্ত। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে। ঘটনার পরপর ওই এলাকা পুলিশের উর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করে।
জানতে চাইলে খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে দু’যুবকের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে দু’যুবকের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অপর যুবককে গুলি করে। ঘটনাস্থলে যুবকটি রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকটি তার হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনার পর আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যায়। কি কারণে তাকে গুলি করা হয়েছে সেটিও জানার চেষ্টা করছি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ