"খুলনা অফিস "
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়ায় ঘটনাটি ঘটে। আহত ওই যুবক বর্তমানে খুূলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত যুবক মুজাহিদ পাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান রোহান (২৫) । সে ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানা গেছে।
এলাকাবসি সূত্রে জানা গেছে, রাত সোয়া একটার দিকে অজ্ঞাতনামা ৩ জন যুবক কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে লক্ষ্য করে ওই যুবকেরার গুলি করতে থাকে। একটি গুলি তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনজন সন্ত্রাসী ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
গুলিবিদ্ধ রোহান এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা । তার বিরুদ্ধে খুলনা এবং লবণচরা থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া রোহান সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সদস্য। এলাকার মাদক বিক্রয় নিয়ে অপর মাদক বিক্রেতা ফয়সালের সাথে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে ।
ঘটনার সত্যতা স্বীকার করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, গোলাগুলির ঘটনানার তদন্ত শুরু হয়েছে। #
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ