প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ২:৪৯ পি.এম
খুলনায় ট্রেনের ধাক্কায় ছাত্রে মৃত্যু

ট্রেনের ধাক্কায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট পাওয়ার বিভাগের ছাত্র শাকিলের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে খুলনা জংশন রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। নিহত শাকিল দিনাজপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। সে খুলনার বৈকালী এলাকার একটি মেসে বসবাস করত।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই আজাদ রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে বেতনা কমিউটর বেনাপোল হতে খুলনা যাচ্ছিল।
পলিটেকনিক ছাত্র শাকিল ট্রেন লাইনের পাশ দিয়ে হাটছিলেন। ট্রেন আসার বিষয়টিও ওই ছাত্র টের পায়নি। দ্রুতগামি ট্রেনটি তাকে ধাক্কা দিলে পাশে পড়ে যায় । সে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তী জংশন স্টেশন মাষ্টার খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দিনাজপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ