প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৫:৫৪ পি.এম
খুলনায় জাল টাকাসহ কারবারি গ্রেপ্তার

সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
৫ লাখ টাকার জাল মুদ্রাসহ মো. আব্দুল্লাহ ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীররাতে তাকে নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী রোড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন বঙ্গবাসী এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেনের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সে একজন জাল টাকার ব্যবসায়ী। গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বঙ্গবাসী রোড নং-১৯ এর একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা নয়নের শয়নকক্ষ থেকে ৫ লাখ জাল মুদ্রা উদ্ধার করে। পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে নয়ন পুলিশকে জানায় দীর্ঘদিন ধরে খুলনা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছে। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নয়নের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ