প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:৫২ পি.এম
খুলনায় ছিনতাইকারী হাতে অপর ছিনতাইকারী কাটিং মুন্না গুলিবিদ্ধ

খুলনায় ছিনতাইকারী হাতে অপর ছিনতাইকারী কাটিং মুন্না (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। রোববার গভীর রাতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ছিনতাইকারী নগরীর লবণচরা থানাধীন চানমারি খ্রিষ্টানপাড়া এলাকার বাসিন্দা সাগরের ছেলে মো. মুন্না ওরফে কাটিং মুন্না। সে নগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য এবং টুটপাড়া, চানমারী এবং লবণচরা থানা এলাকায় ছিনতাইকারী হিসেবে বেশ পরিচিত। তার নামে খুলনার লবণচরা থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে।
জানতে চাইলে লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গেল রাতে সে নগরীর হাজী মালেক কলেজ এলাকায় ছিনতাই করেছে।
তখন স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। সে খুলনার অপর সন্ত্রাসী গ্রুপ আশিকের সক্রিয় সদস্য। রাত সাড়ে ১২ টার দিকে অপর গ্রুপের সদস্যরা তাকে ধরে নেয় এবং হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি চালায়। দু’টি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরবর্তীতে মুক্তা কমিশনার কালভার্ট এবং হীরকের মাঠ থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুন্না সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ