প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:৫২ এ.এম
খুলনায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার খালিশপুর থানাধীন হাউজিং এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওসমান গনি (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কী কারণে কিশোরটির মৃত্যু হয়েছে, তা পুলিশ এখনও নিশ্চিত করে বলতে পারেনি। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, রাত সোয়া ১০টার দিকে খালিশপুর হাউজিং এলাকায় এক কিশোর দড়িতে ঝুলে আছে— এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ কিশোরটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সে বেঁচে নেই। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, কিশোরটি মাদ্রাসার ছাত্র কি না, সেটিও এখনও জানা যায়নি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ