সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারও একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিন (৩৮) নামের এক রোগী। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাসিন্দা।
এই নিয়ে চলতি বছরে খুলনা মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই জনে। সর্বশেষ ২১ জুলাই একই হাসপাতালে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মাত্র ৪ দিনের ব্যবধানে দ্বিতীয় মৃত্যুতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান,“আল আমিন গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন। তার শ্বাসকষ্ট ছিল মারাত্মক পর্যায়ে এবং তাকে কৃত্রিম শ্বাসযন্ত্র (ভেন্টিলেশন) সহায়তায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু রাত ৮টার দিকে তিনি মারা যান।”
বিশেষজ্ঞদের মতে, যদিও দেশে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে বিচ্ছিন্নভাবে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা আবারও চিন্তার কারণ হয়ে উঠছে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগেন বা বয়স্ক—তাদের মধ্যে ঝুঁকি বাড়ছে।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে খুলনায় নমুনা পরীক্ষায় করোনা পজিটিভের হার ২–৩ শতাংশে পৌঁছেছে, যা গত কয়েক মাসের তুলনায় উল্লেখযোগ্য। তবে এখনো সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আলামত মেলেনি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ