প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:২৬ পি.এম
খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু, দশ দিনে মৃতের সংখ্যা ছাড়ালো ৪ এ

সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হলো। এনিয়ে খুলনায় চলতি বছরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় মোঃ রকমান (২৫) নামের এ ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনার ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক বলেন, রকমান হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় তার মৃত্যু হয়। সে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
হাসপাতালের রেকর্ড অনুযায়ী এর আগে গতকাল বুধবার রাত নয়টায় রতিকান্ত ডাকুয়া নামের ৮৫ বছর বয়সের এক রোগীর করোনায় মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর গাবতলা এলাকার বাসিন্দা।
এর আগে গত ২৪ জুলাই রাত আটটায়
বাগেরহাটের কচুয়া এলাকার আল আমিন (৩৮) এবং ২০ জুলাই দিবাগত রাত তিনটা ২০ মিনিটে খুমেক হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় দীপ রায় (২৫) নামের এক রোগীর মৃত্যু হয়। তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকায়। অর্থাৎ মাত্র ১০দিনের ব্যবধানেই খুলনায় চারজনের করোনায় মৃত্যু হলো।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ