প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১০:৪০ পি.এম
খুবিতে ছায়াবৃত্ত ও ওয়াইআইএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ
সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন ‘ছায়াবৃত্ত পাঠক ফোরাম’ এবং তরুণ নেতৃত্ব নির্ভর সংগঠন ইয়ুথ ফর ইনক্লুশন এন্ড সাসট্যানেবিলিটি (ওয়াইআইএস) এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে টেনিস কোর্ট সংলগ্ন খালি জায়গায় বিভিন্ন জাতের ফলজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। আমাদের জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। শুধু প্রকৃতির শোভা বর্ধনই না, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং জীবন বাঁচাতে সহায়তা করে। তিনি, উপস্থিত কোমোলমতি শিশুদের আরও বেশি গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন এবং ছায়াবৃত্ত ও ওয়াইআইএসকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
এ সময় অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ, উপাচার্যের সচিব মিজানুর রহমান খান, প্রশাসন শাখার প্রধান মোঃ আব্দুর রহমান, এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, ছায়াবৃত্তের প্রধান সমন্বয়ক মাইশা তাসনিম ঋতি এবং স্কুল সমন্বয়ক মোঃ লিমন শেখ ও ওয়াইআইএস-এর টিম লিডার রাহুল সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ