এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ:
মোরেলগঞ্জে দীর্ঘ ৪ যুগ পরে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার মো. আব্দুল আলীম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত। হয়েছেন।
শনিবার বেলা ১১টায় এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক এ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, বাগেরহাট-৪ আসনে মনিটরিং টিমের সদস্য মো. খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিল পরিচালনা মনিটরিং কমিটির সদস্য জেলা বিএনপি নেতা সরদার ওহিদুল ইসলাম পল্টু।
অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. মনিরুল হক ফরাজী। সভা শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিলে তৃনমুল কর্মী ভোটাররা তাদের ভোট দিয়ে সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়া ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাডভোকেট আব্দুস ছালাম ২৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. এনামুল হক ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী জাকারিয়া মাহমুদ পেয়েছেন ১৭০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার আব্দুল আলিম ফরাজী ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল লতিফ খান ১২৯ ভোট পেয়েছেন। এ নির্বাচনে ৪৫৯ ভোটারের মধ্যে ৪৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭টি ভোট বাতিল হয়।
নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া বিজয়ের পরে নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, বিজয়ের কোন আনন্দ মিছিল নয়, যারা পরাজিত হয়েছেন তারাও দলের কর্মী। সকলকে নিয়েই দলের জন্য আগামি দিনে কাজ করতে চাই। #
এম আ
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ