প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৬:৫১ পি.এম
কুয়েট আবাসিক হলের ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার

সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের এক ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল কুয়েটের খানজাহান আলী হলের ডাইনিংয়ে অভিযান চালিয়ে ওয়ার্ড বয় মিরাজের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয় মিরাজের কাছ ১২০ প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট ও বাকী ৭০ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের। মিরাজকে গ্রেফতার করে খানজাহাআলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ