সৈকত মোঃ সোহাগ খুলনা অফিস
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।
এর আগে বিকাল ৪ টায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন, এরপর বিভিন্ন দপ্তরের খোঁজ-খবর নেন। আগামীকাল থেকে তিনি নিয়মিত অফিস করবেন।
প্রসঙ্গত, ২৪ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রফেসর মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ ও পদত্যাগের ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে প্রফেসর মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মাকসুদ হেলালী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ‘র যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তিনি অবসর গ্রহণের আগে বুয়েটের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ