প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:৪৪ পি.এম
কুয়েটের নতুন উপাচার্য ড. মাকসুদ হেলালী, রাষ্ট্রপতির অনুমোদনে ৪ বছরের মেয়াদে নিয়োগ

সৈকত মোঃ সোহাগ,খুলনা অফিস
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রখ্যাত প্রযুক্তি গবেষক ড. মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা” থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এই নিয়োগ কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী সম্পন্ন হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য ড. হেলালী চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন – তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে শুরু করে ৪ (চার) বছর। বুয়েট থেকে অবসরের অব্যবহিতপূর্বে প্রাপ্ত বেতন-ভাতার সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, "জনস্বার্থে এই আদেশ জারি করা হলো"।
ড. মো. মাকসুদ হেলালী দেশের প্রকৌশল শিক্ষাক্ষেত্রে একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। তিনি বুয়েটে দীর্ঘদিন শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও প্রশাসনিক কাজে নেতৃত্ব দিয়েছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল নবায়নযোগ্য শক্তি, রোবোটিক্স, টেকসই প্রযুক্তি, যন্ত্রনির্মাণ প্রযুক্তি ও কারিগরি দক্ষতা উন্নয়ন।
তিনি দেশ-বিদেশে একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং শিক্ষা ও শিল্প-প্রযুক্তি নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ