প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ২:০৫ পি.এম
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু

কাউখালী প্রতিনিধি।
শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কাউখালী শাখা সঙ্ঘের পরিচালনায় ১৩ তম বাৎসরিক উৎসব শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শুরু হয়েছে। গতকাল বিকেলে মাতৃসঙ্ঘ অধিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
শনিবার (৩০ আগস্ট) সকালে সঙ্ঘ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় । সঙ্ঘ পতাকা উত্তোলন করেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পরিতোষ সমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউখালী শাখা সঙ্ঘের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, কাউখালী শাখা সঙ্ঘের সহ সভাপতি সুব্রত রায়, বঙ্কিম চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ দাস, প্রচার সম্পাদক মানিক লাল কর প্রমূখ ।
সকালে হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে ফল বিতরণ, দুস্থ মায়েদেরকে বস্ত্র বিতরণ, বিকেলে মহতি ধর্মসভা ও অধিবাস কীর্তন এবং রবিবার দিনরাত মহানামযজ্ঞ শেষে সোমবার ১ সেপ্টেম্বর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ