কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে মাদকদ্রব্য সহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পিরোজপুরের কাউখালী থানার এসআই আতিউর রহমান ও এস আই রাকিব হাসানের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর গ্রামের খলিল হাওলাদারের নতুন ভবনের সামনের ফাঁকা স্থান থেকে শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জোবায়ের আহমেদ (২২)ও একই এলাকার জাকির তালুকদারের ছেলে রাকিব তালুকদার (২৩) কে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে। এ সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা। পুলিশ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া এলাকার যুবসমাজ ও স্কুল কলেজগামী ছেলেদেরকে বিপথগামী করে তোলা সহ এলাকার পরিবেশ নষ্ট করে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর কোর্টে আসামিদের প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ