কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, বুধবার (১৭সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক এর সামনে গবাদি পশু পাখির পারিবারিক পালন ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রজনন ব্যবস্থাপনা, ঘাস চাষ ও সাইলেজ, খড় প্রক্রিয়াকরণ, ইউ এম এস পদ্ধতি, জীব নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে খামারিদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চিকিৎসাসহ পরামর্শ প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শিশির কুমার রায়, এলএসপি তানিয়া নাজিম। ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩৪ জন খামারিদের গবাদি পশু সহ সহ প্রায় শতাধিক গবাদিপশু চিকিৎসা প্রদান ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ