কাউখালী প্রতিনিধি:
কাউখালীতে সোমবার(১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগের কাউখালী উপজেলা শাখার আহবায়ক আজমল হোসেন সরদার(৫৫)কে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।
ঝালকাঠী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কাউখালী থানার ওসি মোঃসোলায়মান নিশ্চিত করেন।
আজমল হোসেন সরদার কাউখালী গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।
কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান জানান,২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলায় আজমল হোসেনের সরদারকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ