কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উপকার রোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫/২৬ অর্থ বছরে ভিডব্লিউবি এর আওতায় সদর ইউনিয়নের ৫২৫ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য শস্য চাল বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল সহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ। উল্লেখ্য উপজেলার পাঁচটি ইউনিয়নে ১ হাজার ৫৬৩ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হইবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ