কাউখালী প্রতিনিধি।
র্যাব-১ এবং ঢাকা বিমানবন্দর থানার যৌথ অভিযানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অপহরণকারীর কাছ থেকে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারীকেও করা হয়েছে গ্রেফতার। বুধবার (১৭ সেপ্টেম্বর) অপরহনকারী টিকটকার বরগুনার তালতলী উপজেলার আবু মুসা শিকদার (২৩) কে আদালত প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য কাউখালীতে ১৩ বছরের স্কুল ছাত্রীর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় বরগুনার জেলার আমতলী উপজেলার বগীরহাট এলাকার জালাল শিকদারের ছেলে টিকটকার মুসা আকনের সাথে।
সেই সূত্র ধরে মুসা সিকদার কাউখালীতে এসে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে তাকে বহুবার উত্ত্যক্ত করে। স্কুল ছাত্রী মেয়েটি তার পরিবারকে জানালে পরিবার টিকটক আবু মুসাকে নিষেধ করে। মুসা স্কুল ছাত্রীর পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে প্রাপ্ত বয়স না হওয়ায় তা প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে স্কুলছাত্রী গত ২জুন কাউখালী শহরের বেইলি ব্রিজ এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে আসামি মুসা ও তার লোকজন জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা করলে পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ ও র্যাব-১এর সহায়তায় আসামি মোঃ আবু মুসা শিকদারকে গ্রেফতার এবং তার বাসা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, কাউখালী থেকে স্কুল ছাত্রী অপহরণ হওয়ায় আমরা বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ সেপ্টেম্বর ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা থেকে অপহরণকারী আবু মুসা শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।আসামিকে বুধবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ