আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল। বিশেষ করে পাওয়ার হিটিংয়ে উন্নতির লক্ষ্যেই বিশ্বখ্যাত কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৬ আগস্ট থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। তার আগেই ঢাকায় পৌঁছাবেন জুলিয়ান উড। ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটে বিপ্লব ঘটানো এই কোচ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং দক্ষতা গড়ে তুলতে পরিচিত।
জুলিয়ান উড যা বললেন:
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে উড বলেন, “আমি আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি—এমনটাই জানানো হয়েছে। যদিও এখনও চূড়ান্ত নয়, তবে সম্ভাবনা প্রবল। আমি রোমাঞ্চিত। বাংলাদেশের সঙ্গে আমার আগেও কাজ হয়েছে, এবার সেটা আরও বড় পরিসরে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশি ক্রিকেটারদের প্রাকৃতিক প্রতিভা আছে। তবে আধুনিক ক্রিকেটে বল ‘স্ট্রাইক’ করার সক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ। আমি তাদের শক্তি তৈরি ও সেটি সঠিকভাবে কাজে লাগানোর দিকনির্দেশনা দেব।”
উল্লেখ্য, এর আগে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সঙ্গে কাজ করেছেন উড। সেখানেও বাংলাদেশের অনেক ক্রিকেটারের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
শুধু ব্যাটিং দক্ষতা নয়, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাও উন্নত করতে চায় বিসিবি। এ কারণে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই দায়িত্বে থাকতে পারেন ডেভিড স্কট, যিনি এর আগেও বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে কাজ করেছেন।
পাশাপাশি, একজন স্থানীয় মনোবিজ্ঞানীকেও রাখার চিন্তা রয়েছে, যেন ভাষাগত প্রতিবন্ধকতা না থাকে এবং খেলোয়াড়রা আরও স্বচ্ছন্দ বোধ করে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ