এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে বড়সড় অনিশ্চয়তায় পড়েছে পাকিস্তান। বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলটির ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে বোর্ডের এই ঘোষণা আসার কথা রয়েছে।
পিসিবির মুখপাত্র আমীর মির জানিয়েছেন, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের স্বার্থেই বোর্ড বুধবার সিদ্ধান্ত জানাবে।”
পাকিস্তানের সরে যাওয়ার সম্ভাবনার মূল কারণ ভারত-পাকিস্তান ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক বিতর্ক। জানা গেছে, পাকিস্তান চাইছে ওই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করতে। কিন্তু আইসিসি (ICC) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সূত্র বলছে, যদি রেফারিকে সরানো না হয়, তাহলে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকেই সরে যেতে পারে।
রবিবার ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন। এরপর থেকে বিষয়টি দুই দেশের ক্রিকেট অঙ্গনেই নয়, আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে।
এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দল আইসিসি একাডেমিতে অনুশীলন করলেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কাউকে পাঠায়নি।
চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ