এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী লিটন দাসের দল আজ নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবিতে শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ, অন্যদিকে লঙ্কানদের জন্য এটাই মিশনের প্রথম চ্যালেঞ্জ। ফলে শুরুটা ভালো করতে চাইবে চারিথ আসালঙ্কার দল।
পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে। দুই দলের মুখোমুখি ২০ ম্যাচে লঙ্কানদের জয় ১২টিতে, আর বাংলাদেশ জিতেছে ৮টিতে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগাররা বেশ চাঙ্গা। সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৪টিতে, বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ২টিতে। কয়েক মাস আগেই লঙ্কানদের মাঠে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।
আজকের ম্যাচে জয় পাওয়া মানে বাংলাদেশের সেমিফাইনাল মিশন হবে অনেক সহজতর।
শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল প্যারেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা ও মাথিশা পাথিরানা।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ