আসন্ন এশিয়া কাপ ক্রিকেট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত লড়াই হবে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে। তার আগেই আলোচনায় এলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তিনি বলেছেন, এশিয়া কাপে ভারতকে দু’বার হারাবেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দুবাইয়ে পাকিস্তানের অনুশীলন দেখতে আসা এক ভক্ত রউফকে বলেন— “ভারতের সঙ্গে তো দুইবার খেলা হবে।” জবাবে রউফ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন— “দু’বারই হারাব।” তার এ মন্তব্যে উপস্থিত পাকিস্তানি সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।
এশিয়া কাপের দল ঘোষণা করার পরপরই পাকিস্তান দল চলে গেছে দুবাইয়ে। সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে তারা। এদিকে, রউফের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক। পাকিস্তানি সমর্থকরা যেখানে উত্তেজনায় ভাসছেন, সেখানে ভারতীয় ভক্তরা বলছেন— “প্রতিবার পাকিস্তান ম্যাচের আগে এমন বড় বড় কথা বলে, কিন্তু মাঠে এসে পারফরম্যান্স দিতে পারে না।”
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে যেখানে ওমান ও সংযুক্ত আরব আমিরাতও আছে। তাই গ্রুপ পর্বে একবার এবং যদি ফাইনালে ওঠে তবে আবার মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ