এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। তবে মাঠের খেলায় সেই উত্তেজনা ম্লান হয়ে যায় পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়ে ৭ উইকেট আর ২৫ বল বাকি থাকতে বড় হারে মাঠ ছাড়তে হয় পাকিস্তানের।
দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ম্যাচের প্রথম বলেই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। একে একে সাজঘরে ফেরেন শুরুর দিকের ব্যাটাররা। সাহেবজাদা ফারহান একমাত্র লড়াই চালালেও (৪০ রান), অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ইনিংস (১৬ বলে ৩৩ রান) পাকিস্তানকে তিন অঙ্কে পৌঁছে দেয়। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান থামে ১২৭/৭ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট, অক্ষর প্যাটেল ও বুমরাহ নেন ২টি করে উইকেট।
জবাবে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ১৩ বলে ৩১ রান। এরপর মিডল অর্ডারে তিলক ভার্মা (৩১) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (৩৭ বলে অপরাজিত ৪৭) সহজ জয় নিশ্চিত করেন। ভারত ১৫.৫ ওভারে ১৩১/৩ রান তুলে ম্যাচ শেষ করে।
এই জয়ে ভারত টানা দ্বিতীয়বারের মতো জয় পেল এবং সুপার ফোরে জায়গা নিশ্চিত করল। ম্যাচসেরা নির্বাচিত হন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১২৭/৭ (২০ ওভার) – ফারহান ৪০, আফ্রিদি ৩৩; কুলদীপ ৩/১৮, অক্ষর ২/১৮, বুমরাহ ২/২৮।
ভারত ১৩১/৩ (১৫.৫ ওভার) – সূর্যকুমার ৪৭*, অভিষেক ৩১, তিলক ৩১।
ফলাফল: ভারত ৭ উইকেটে জয়ী।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ