এশিয়া কাপে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে লঙ্কানদের পাশাপাশি সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আফগানিস্তানকে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ৮ উইকেটে ১৬৯ রান। শেষদিকে ঝড় তোলেন মোহাম্মদ নবি। তিনি মাত্র ২২ বলে ৬০ রান করেন, যেখানে ছিল ৩ চার ও ৬ ছক্কা। শেষ ওভারে তিনি টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে লড়াইয়ে ফেরান।
জবাবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতে উইকেট হারালেও কুশল মেন্ডিস দলকে সামলান। তিনি ৫২ বলে অপরাজিত ৭৪ রান করেন। কামিন্দু মেন্ডিস খেলেন ১৩ বলে ২৬ রানের দ্রুত ইনিংস। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পায় লঙ্কানরা।
এর আগে শ্রীলঙ্কার বোলার নুয়ান তুষারা দারুণ বোলিং করে মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন। তার আঘাতেই পাওয়ার প্লেতে ধস নামে আফগান শিবিরে। পরে নবির ঝড়ো ব্যাটিং তাদের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়, তবে সেটি যথেষ্ট হয়নি।
এই জয়ে গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে জায়গা পেয়েছে বাংলাদেশ।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ