অপেক্ষার অবসান ঘটছে ক্রিকেটপ্রেমীদের। আগামীকাল (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ১৭তম এশিয়া কাপ, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। প্রতিদিনের ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। ডাবল হেডার থাকলে প্রথম ম্যাচ বিকেল ৪টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।
ভারত এবারের আয়োজক হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে নিজেদের দেশে আয়োজন সম্ভব হয়নি। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে আমিরাতকে। ১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ শুরু হয় ওয়ানডে ফরম্যাটে। বর্তমানে বিশ্বকাপ সূচি অনুযায়ী একবার ওয়ানডে, একবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয়। ২০২৩ সালের আসর ছিল ওয়ানডে, আর ২০২৫ এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে, সামনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ইউএই, ওমান
গ্রুপ বি: আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
প্রতিটি দল গ্রুপে একে অপরের মুখোমুখি হবে। শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে ভারত-পাকিস্তান ম্যাচ, যা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা ছড়িয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ