ছবির ক্যাপশনঃ
শরণখোলাঃ শরণখোলায় বুধবার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ
।।শরণখোলা দর্পণ প্রতিবেদন।।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেছেন, “একজন শিক্ষার্থীকে লেখাপড়া শিখে সবকিছুর আগে তাকে একজন মানবিক মানুষ হতে হবে। মানবিক মূল্যবোধ ছাড়া সমাজে ভালো কিছু করা যায়না। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার বিকল্প নেই। সকল শিক্ষার্থীকে মোবাইল চর্চা বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে আসতে হবে”।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীম,এসইডিপি” প্রোগ্রামের আওতায় শরণখোলায় ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার উপরোক্ত কথা বলেন।
সকাল ১১টায় রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মিলানয়তনে শুরু হওয়া পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুল ইসলাম। সভায় শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল স্বাগত বক্তব্য দেন। সভার শুরুতে ঢাকার উত্তরায় মাইলষ্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন. রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া বিএসসি, ধানসাগর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ ওহাব, শরণখোলা সরকারী কলেজের অধ্যাপক আলীম আল রেজা শোভন, আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের জিপিএ প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।#
।##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ