চলমান এইচএসসি পরীক্ষার চারটি স্থগিত দিনের জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২২ জুলাইয়ের পরীক্ষা ➤ নেওয়া হবে ১৭ আগস্ট
২৪ জুলাইয়ের পরীক্ষা ➤ নেওয়া হবে ১৯ আগস্ট
১০ জুলাই কুমিল্লা বোর্ডে স্থগিত পরীক্ষা ➤ অনুষ্ঠিত হবে ১২ আগস্ট
১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় স্থগিত পরীক্ষা ➤ নেওয়া হবে ১৪ আগস্ট
উল্লেখ্য, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়। অন্যদিকে, কুমিল্লা বোর্ডে ১০ জুলাই এবং গোপালগঞ্জে সংঘর্ষের কারণে ১৭ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট থেকে এবং চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। পূর্বের সূচি অনুযায়ী ২৯ জুলাই থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
শিক্ষার্থীদের সুবিধার্থে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে যথাসময়ে কেন্দ্রসমূহে নতুন সময়সূচি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কলেজ নোটিশ বোর্ড ও বিশ্বস্ত সংবাদমাধ্যম থেকে নিয়মিত আপডেট নেওয়ার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ