রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে সরকার। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে। বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির-এর খোঁজে উদ্ধার তৎপরতা শুরু করে সংশ্লিষ্ট বাহিনী।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে গুরুতর দগ্ধ ৭০ জনকে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমান বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সারাদেশে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে এ মর্মান্তিক ঘটনায়।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ