পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৭ উইকেটের সহজ জয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
ম্যাচ শেষে উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তার ভাষ্য, এমন উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে ম্যাচসেরা পারফর্মার পারভেজ হোসেন ইমন এ মন্তব্যের বিরোধিতা করেছেন। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন উইকেট ছিল যথেষ্ট খেলার উপযোগী।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন বলেন,
“আমার মনে হয় না, এমন উইকেট কোনো দলের জন্য আদর্শ হতে পারে। সবাই এখন এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে। এমন কন্ডিশন গ্রহণযোগ্য নয়। যদিও আমরা ব্যাটিংয়ে কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি, সেটাও ঠিক। তবে এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়।”
তবে পারভেজ হোসেন ইমন ভিন্ন মত পোষণ করেন। ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন তরুণ এই ওপেনার। উইকেট নিয়ে পাকিস্তান কোচের মন্তব্য প্রসঙ্গে ইমন বলেন,
“আমার কাছে এমন কিছু মনে হয়নি। আমরা ১১০ রান তাড়া করেছি মাত্র ১৬ ওভারে (সঠিকভাবে ১৫.৩)। আমরা যদি পুরো ২০ ওভার খেলতাম তাহলে হয়তো ১৬০ রানও করতে পারতাম। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করেছি মানিয়ে নিতে।”
উল্লেখ্য, পাকিস্তানের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস আসে ওপেনার ফখর জামানের ব্যাট থেকে—৩৪ বলে ৪৪ রান। তবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ৯ বছর পর টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামছে দুই দল, যেখানে জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ