টানা ১২ দিনের তীব্র সংঘাতের পরে এখন কিছুটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে ইরান ও ইসরায়েলের মধ্যে। তবে দুই দেশের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে ‘কৌশলগত বিরতি’ হিসেবেই দেখছে তেহরান।
সাম্প্রতিক এই সংঘর্ষে ইরান হারিয়েছে ৯৩৫ জন নাগরিক, যাদের মধ্যে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান, ২৪ জন শীর্ষ সামরিক কমান্ডার ও ১৪ জন পরমাণু বিজ্ঞানী। একসময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন। এক কথায়, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা ছিল এই সংঘর্ষের মূল লক্ষ্য।
সংঘাতের জেরে রোববার (৬ জুলাই) ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনলে এর ভয়াবহ পরিণতি শুধু এই অঞ্চলে নয়, আরও দূরপ্রসারী হতে পারে।”
ইসরায়েলের এই আগ্রাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়েও সরব হয়েছেন তিনি। তার দাবি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে মার্কিন প্রশাসন ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ ও এনপিটি চুক্তির লঙ্ঘন।
অন্যদিকে, সোমবার (৭ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে, তাদের এই বৈঠকে গাজা যুদ্ধবিরতি প্রস্তাব, ইরান সংকট ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েলের এই সংঘাতে ইরানের প্রাণহানির সংখ্যা ৯৩৫ এবং আহত প্রায় ৫ হাজার ৩৩২ জন। আর ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৯ জন নিহত এবং প্রায় ৩ হাজার ৪০০ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হয় গত ২৪ জুন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায়।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিরতি কেবল এক শ্বাস নেওয়ার ফাঁক। যুদ্ধ এখন থেমেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়। ইরান নিজেকে নতুনভাবে সাজাচ্ছে, দীর্ঘমেয়াদি প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে—এমনটাই ইঙ্গিত দিচ্ছে তেহরান।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ