নতুন জীবনের আশায় রওনা হওয়া যাত্রা রূপ নিল ভয়াবহ মরণযাত্রায়। রবিবার, ইয়েমেনের দক্ষিণ উপকূলের আবিয়ান প্রদেশের খানফার জেলার কাছে অ্যাডেন উপসাগরে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে অন্তত ৬৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৭৭ জন নিখোঁজ রয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং এটি খুবই দুর্বল ও পুরানো ছিল, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা নিশ্চিত করেছে যে নিহত ও নিখোঁজদের সবাই ইথিওপিয়ার নাগরিক।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের সকলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান শেষে ইয়েমেনের খানফার উপকূলে ইতিমধ্যে ৫৪টি মৃতদেহ ভেসে এসেছে, যা দুর্ঘটনাস্থলের ভয়াবহতা প্রমাণ করে। ধারণা করা হচ্ছে, আরও অনেক মৃতদেহ সমুদ্রে গভীরে তলিয়ে গেছে অথবা উপকূলে ভেসে আসতে সময় লাগছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ