ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির উপকূলে ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি স্থানীয় সময় রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরেই ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর।
জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল—যার মধ্যে ১৪টি ট্রাক রয়েছে।
দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার তৎপরতা চালানো হলেও প্রবল ঢেউ ও খারাপ আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চালানোর সময় সমুদ্রে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার। ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগবোট ও দুইটি রাবার বোট রয়েছে, তা দিয়ে অনুসন্ধান চলছে।
উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌযাত্রা অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম হলেও, নিরাপত্তা ঘাটতি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই সেখানে নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ