চার বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'র বিনিময়ে চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে। মেসির ‘ঘনিষ্ঠ সঙ্গী’ এবং বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের আগমন ইন্টার মায়ামির মাঝমাঠকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
ডি পলকে দলে নেওয়ার প্রধান উদ্দেশ্য—মাঝমাঠের ভারসাম্য রক্ষা এবং সৃজনশীলতার ঘাটতি পূরণ। সম্প্রতি ক্লাব বিশ্বকাপ এবং মেজর লিগ সকারে মাঝমাঠের দুর্বলতাই স্পষ্টভাবে ধরা পড়ে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবটির পারফরম্যান্সে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ সালের জুন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ডি পল। চূড়ান্ত আলোচনা সফল হলে, এক বছর আগেই বিদায় জানাবেন মাদ্রিদের ক্লাবটিকে।
২০২১ সালে উদিনেজে থেকে অ্যাটলেটিকোতে যোগ দেন ডি পল। ধীরে ধীরে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। জাতীয় দলের হয়ে তিনি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ