মোল্লা মনিরুজ্জামান, ইতালি প্রতিনিধি;
ইতালির রোমের বিশিষ্ট ব্যবসায়ী ল,ঢাকা বিভাগ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জনাব ইমরুল কায়েস এর বাসায় দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানী রোমের তরপীনাত্তারাস্থ লালন পার্ক সংলগ্ন তার নিজ বাসায় চুরি হয়েছে।
চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ অনেক মূল্যবান মালামাল নিয়ে গেছে।
## রোম প্রবাসী সকলকে সতর্ক হতে হবে।
রোমসহ ইউরোপের বিভিন্ন শহরে চুরির ঘটনা দিন দিন বাড়ছে। তাই প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ-
বাসা-বাড়িতে সবসময় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করুন (সিসিটিভি, অ্যালার্ম ইত্যাদি)।
বাইরে গেলে প্রতিবেশীদের জানিয়ে যান।
বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ ব্যাংক লকারে রাখুন।
সন্দেহজনক কোনো ঘটনা দেখলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন।
প্রবাসে আমরা সবাই একে অপরের নিরাপত্তার অংশীদার। সতর্কতা ও সচেতনতার মাধ্যমেই রক্ষা করা সম্ভব আমাদের পরিশ্রমের সম্পদ ও নিরাপদ জীবন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ