মোল্লা মনিরুজ্জামান ইতালী থেকে:
ইতালির রোম প্রবাসী ,নরসিংদী জেলা সমিতি ইতালির সভাপতি মাহমুদ আল রফিকের কন্যা কেয়া (২৫)কে হত্যা করে তার স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন। কেয়া হত্যার প্রতিবাদে খুনি জামাইর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে নরসিংদী জেলা সমিতি ইতালি।
গত রোববার রোমের পাচঁফোড়ন রেস্টুরেন্টে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রবাসী বাংলাদেশীরা বলেন কেয়া কে শ্বশুর বাড়ীর লোকজন হত্যা করে তাকে আত্মহত্যা বলে প্রচার করে যা আদৌ সত্য নয়। চারসন্তানের জননী কেয়া হত্যার কোন আসামী গ্রেফতার না হওয়ায় প্রবাসীরা উদ্বেগ প্রকাশ করেন। এদিকে হত্যাকারীকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে বিজ্ঞ আদালত। শুধু নিষেধাজ্ঞা নয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যাতে করে খুনিকে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং গ্রেফতার করা হয়।
নরসিংদী জেলা সমিতি,ইতালীর উপদেষ্টা আঃ হক এর সভাপতিত্বে নরসিংদী জেলা সমিতি সাধারণ সম্পাদক বিপুল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি দ্বীন মোহাম্মদ জামান, সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা, সহ সভাপতি ফজলু হক সরকার,উপদেষ্টা রফিকুল ইসলাম তুহিন, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মাহাফুজা রূপা, প্রচার সম্পাদক সবুজ আহমেদ।রায়পুরা উপজেলা সমিতির সংগঠনিক সম্পাদক হীমেল সরকার,জাহাঙ্গীর আলম, মোঃরুবেল মিয়া,মোঃ জুয়েল মিয়া। বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান পাভেল,সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্যে রাখেন নরসিংদী জেলা সমিতি সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল হোসেন। আব্দুল মোতালেব নয়ন। সোহারফ হোসেন।মোশারফ হোসেন টিপু। সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ