ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মার্কিন মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ প্রভাব ফেলেছেন লিওনেল মেসি। তার হাত ধরেই দলটি পেয়েছে নতুন গতি, জিতেছে একাধিক টুর্নামেন্ট, বেড়েছে বিশ্বজুড়ে সমর্থক ও বাণিজ্যিক সম্ভাবনা। এবার সেই ধারা আরও জোরালো করতে আর্জেন্টিনার আরও এক বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াতে চাইছে ক্লাবটি।
আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল-কে প্রস্তাব দিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা এই খেলোয়াড়ের প্রতি আগ্রহ দেখিয়েছে মায়ামি। যদিও ডি পলের বর্তমান চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত, তবে মেসির ক্লাবের প্রস্তাব নিয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নিতে পারেন।
মেসির প্রভাব, মাশ্চেরানোর সংযোগ
ইন্টার মায়ামির হয়ে মেসি ছাড়াও আর্জেন্টিনার আরও একাধিক খেলোয়াড় খেলছেন। ক্লাবটির কোচ হাভিয়ের মাশ্চেরানো নিজেও একজন আর্জেন্টাইন ও বিশ্বকাপজয়ী দলের সাবেক সদস্য। ফলে ধারণা করা হচ্ছে, ডি পলকে দলে নিতে মেসি ও মাশ্চেরানো দুজনেরই ভূমিকা রয়েছে।
ডি পল এর আগে উদিনেসে, ভ্যালেন্সিয়া ও রেসিং ক্লাবের হয়ে খেলেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে যাওয়া এই মিডফিল্ডার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবেও পরিচিত।
ইন্টার মায়ামির আর্জেন্টাইন ‘দখল’
ইন্টার মায়ামির বর্তমান স্কোয়াডে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় রয়েছেন—তাদের মধ্যে আছেন ওস্কার উস্তারি, ফেদেরিকো রেদোন্দো, গঞ্জালো লুজান, রোকো রিওসসহ আরও অনেকে। সব মিলিয়ে আর্জেন্টিনার রঙে রাঙানো এই দল আরও শক্তিশালী করে তুলতেই ডি পলকে চাইছে ক্লাবটি।
চূড়ান্ত না হলেও জল্পনা তুঙ্গে
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ডি পলকে নিয়ে গুঞ্জন ইতোমধ্যেই মেজর লিগ ফুটবল ও ইউরোপীয় মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে হয়তো ২০২৫ সালের শেষ দিকেই আমরা মেসি-ডি পল জুটিকে ইন্টার মায়ামির জার্সিতে একসঙ্গে খেলতে দেখতে পারি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ