ষ্টাফ রিপোর্টার:
আজ ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শরণখোলায় র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি) এর আয়োজনে শরণখোলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট -এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) এর আয়োজনে
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজি'র কো-অর্ডিনেটর ও সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা সেক্রেটারি ও পিস এম্বাসেডর মাওলানা মুসা সাইফি, সাংবাদিক ও পিস এম্বাসেডর সাবেরা ঝর্ণা, এনজিও সমন্বয় কমিটির সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন, ওয়াইপিএফজি'র সদস্য ও ছাত্রদল নেতা বায়োজিদ আহমেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সহিংসতা পরিহার করে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। যুবসমাজকে শান্তি প্রতিষ্ঠার অগ্রভাগে দাঁড়াতে হবে।
মানববন্ধন শেষে একটি শান্তির র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ